কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ফ্রি আইক্যাম্প ও ছানি অপারেশন

 স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, ৬:৫৫ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্রি আইক্যাম্প ও ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহিনের উদ্যোগে 'কিশোরগঞ্জ আই কেয়ার ও ফ্যাকো সেন্টার' কর্তৃক ফ্রি আইক্যম্প ও ছানি অপারেশন পরিচালিত হয়।

এতে বিনামূল্যে শতাধিক রোগির চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ছাড়াও ৫০ জনের চোখের ছানি অপারেশন করা হয়।

ফ্রি আইক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ।

এতে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান।

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহিন বলেন, 'কিশোরগঞ্জ আই কেয়ার ও ফ্যাকো সেন্টার'-এর উদ্যোগে বিভিন্ন স্থানে নিয়মিতভাবে ফ্রি আইক্যাম্প ও ছানি অপারেশন পরিচালিত হয়, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর