কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‌্যালি

 আমিনুল ইসলাম, কটিয়াদী | ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৪:১৬ | কটিয়াদী 


‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও ‍উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কটিয়াদী উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান।

এতে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মইনুর রহমান মনির।

আলোচনা সভায় বক্তারা জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় উদ্যোগ, মাছের নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার পাশাপাশি মৎস্যখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এছাড়া মৎস্য চাষে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য চাষিদের পুরস্কৃত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর