কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সন্দীপনের নতুন কমিটি গঠিত, সভাপতি সাদরুল, সম্পাদক সেলিম

 স্টাফ রিপোর্টার | ৭ জুলাই ২০২৪, রবিবার, ২:৩৩ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন 'সন্দীপন সাহিত্য আড্ডা'র নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকালে জেলা পাবলিক লাইব্রেরির নিচতলায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবনা ও আলোচনা-পর্যালোচনা শেষে নতুন কমিটি গঠন করা হয়। এতে সাদরুল উলাকে সভাপতি এবং আমিনুল ইসলাম সেলিমকে সম্পাদক করা হয়।

১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি দীপা বর্মন, সহসভাপতি রতন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উজ্-জামান পলাশ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামীম রেজা, অর্থ সম্পাদক কামরুন নাহার সাথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জমাতুল ইসলাম পরাগ এবং সদস্য বিজনকান্তি বণিক, মেরাজ রাহীম, আলী আকবর, তাহমিনা সুলতানা রত্না ও প্রিয়ন্তিকা পুষ্প।

উল্লেখ্য, মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর