কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার এসআই দুলাল মিয়া। বৃহস্পতিবার (২৪ আগস্ট) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে তাঁকে পুরস্কৃত করা হয়।
সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই দুলাল মিয়ার নাম প্রকাশ করেন এবং তার হাতে পুরস্কারের ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস প্রমুখসহ অন্যান্য সার্কেল অফিসার ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাদক কারবারি ও মাদকসেবী গ্রেপ্তার, ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তারসহ অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়।