নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বাদল মিয়া (৫৫) নামে এক হাজতিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হাজতি বাদল মিয়া পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। সে নরসিংদী জেলার শিবপুর থানায় ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি ট্রিপল মার্ডার মামলার আসামি।
স্ত্রী-সন্তান ও বাড়িওয়ালা তিনজনকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
ঘটনার পর পরই ওই মামলায় বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে সে দীর্ঘ তিন বছর ১০ মাস ধরে নরসিংদী জেলা কারাগারে হাজতি হিসেবে ছিল।
গত ১৯ জুলাই শুক্রবার বিকালে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙ্গে বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। তখন হাজতি বাদল মিয়া অন্যদের সঙ্গে কারাগার থেকে পালিয়ে যায়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কারাগার থেকে পালিয়ে যাওয়া ট্রিপল মার্ডার মামলার আসামি বাদল মিয়ার অবস্থান জানতে পেরে পাকুন্দিয়া থানার এসআই শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় জাঙ্গালিয়া বাজারে অভিযান চালায়। অভিযানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদল মিয়া গ্রেপ্তার হয়।
পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।