কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মজিবুর রহমান (৩৩), রাজন মিয়া (২৯) ও মনির মিয়া (৩৫) নামের তিন মাদক কারবারিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া তিন মাদক কারবারির মধ্যে মজিবুর রহমান কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকার মৃত রবিউল আওয়ালের ছেলে, রাজন মিয়া একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে এবং মনির মিয়া বাগরাইট এলাকারই মৃত মুসলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে কটিয়াদী পৌর সদরের বাগরাইট এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি মজিবুর রহমান, রাজন মিয়া ও মনির মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।