কিশোরগঞ্জের কটিয়াদীতে ডোবার পানিতে ডুবে ওয়ালিদ আলম নামের দুই বছর বয়সী এক শিশু মারা গেছে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর এই ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু ওয়ালিদ আলম পশ্চিম চাতল গ্রামের বদরুল আলমের ছেলে।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (৫ আগস্ট) সকালে শিশু ওয়ালিদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় সে একটি ডোবার পানিতে পড়ে যায়।
দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ডোবার পানিতে শিশুটির মৃতদেহ ভাসতে দেখলে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।