কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দানবীর বাদল রহমান স্মরণে দোয়া

 স্টাফ রিপোর্টার | ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৭:০৮ | রকমারি 


কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা ও শিল্পোদ্যোক্তা দানবীর বাদল রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বাদ আসর জেলা শহরের গৌরাঙ্গবাজারে কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা শহরের পূর্ব তারাপাশা বায়তুন নাজাত জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহাম্মেদ।

দোয়ার আগে মরহুম বাদল রহমান স্মরণে আলোচনা করেন জেলার সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, রাজনীতিক ও সমাজকর্মী আবদুর রহমান রুমী, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান প্রমুখ।

দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান রেজন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহাম্মদ পাপন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক আমার বাংলাদেশের নিউজরুম এডিটর মো. মনির হোসেন, কিশোরগঞ্জ নিউজ এর ভিডিও জার্নালিস্ট মো. রুবেল প্রমুখ দোয়ায় অংশ নেন।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা বাদল রহমান (৬৩) গত বছরের ৮ই জুলাই রাত ৮টার দিকে জেলা শহরের খরমপট্টি জোড়াপুকুর পাড়ের ভাড়া বাসা থেকে বাইরে বের হন। এরপর রাতে আর বাসায় ফিরেননি। পরদিন ৯ই জুলাই সকালে শহরের চরশোলাকিয়া বেপারি বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থান তার লাশ উদ্ধার করা হয়।

ব্যক্তিজীবনে বাদল রহমান রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এই দুই পরিচয় ছাপিয়ে একজন দানবীর হিসেবে সুপরিচিত ছিলেন। কিশোরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণসহ সবক্ষেত্রে তিনি উদার পৃষ্টপোষকতা দিয়ে গেছেন। নিঃস্বার্থভাবে জীবনভর তিনি মানুষের কল্যাণে নিজের শ্রম-ঘামে অর্জিত অর্থ ব্যয় করে গেছেন। নিজের চরম দুঃসময়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন।

অত্যন্ত অমায়িক ও বিনয়ী বাদল রহমান দল-মত নির্বিশেষে সকলের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। মহৎপ্রাণ এ মানুষটির এমন মৃত্যুর ঘটনায় হতবাক কিশোরগঞ্জবাসী। মৃত্যুর এক বছর পরও তার মৃত্যুরহস্য নিয়ে আলোচনার অন্ত নেই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর