কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে নজরুল জন্মজয়ন্তীতে নাট্য কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০২১, মঙ্গলবার, ১১:০৮ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তীতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে 'চেতনায় নজরুল' স্লোগানে ১০ দিনব্যাপী নাট্য কর্মশালা শেষ হয়েছে।

দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত এই নাট্য কর্মশালার সমাপনী দিনে মঙ্গলবার (২৫ মে) সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মঞ্চে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা, নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দ্রোহ-বিদ্রোহ, প্রেম-সাম্য ও মানবতার মহান এ কবির জীবন ও কর্ম বিশেষভাবে তুলে ধরা হয়।

পরবর্তীতে কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিবেশনায় নজরুলের 'আলেয়া' নাটকের অংশবিশেষ মঞ্চায়িত হয়।

নাটক শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, ঢাকা বুলবুল ললিতকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক আর আই স্বপন, নজরুল সঙ্গীতশিল্পী আতিকুর রহমান লিটন, আমান উল্লাহ, মাহবুবুর রহমান, সাব্বির আহমেদ, সাকিবুল হাসান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে হাবিবুর রহমান, আবরারুল হক তাকি, সীমান্ত পোদ্দার, পূজা সাহা, স্নেহা সাহা, জাকিয়া সুলতানা, আয়েশা আনাম বিথী, ফৌজিয়া সুরাইয়া প্রীতি, কাউছার ইসলাম রানা, অভয় ঘোষ, স্বর্ণা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গত ১৬ মে থেকে ১০ দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর