দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে একক প্রতিবাদ করেছেন তরুণ সংবাদকর্মী বদরুল আলম নাঈম।
শনিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ গেইটে হাতে ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থেকে তিনি এ প্রতিবাদ জানান।
একক প্রতিবাদে তিনি ঔপনিবেশিক আমলের কালো আইন (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) বাতিলের দাবি জানান।
এছাড়া তিনি সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিচারও দাবি করেন।