কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

 স্টাফ রিপোর্টার | ৮ মে ২০২১, শনিবার, ১০:৩৭ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শনিবার (৮ মে) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি চত্বরে 'মননে রবীন্দ্রনাথ' শিরোনামে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈম।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যকার আর আই স্বপন, আমান উল্লাহ, মাহবুবুর রহমান, সাব্বির আহমেদ, আবরারুল হক তাকি প্রমুখ।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আরমান হোসেন বাবু, আনিকা আক্তার, স্নেহা সাহা, জাকিয়া সুলতানা, আয়েশা আনাম বিথী, পূজা সাহা, ফৌজিয়া সুরাইয়া প্রীতি, কাউছার ইসলাম রানা, স্বর্ণা সাহা প্রমুখ।

বক্তারা রবীন্দ্রনাথকে চর্চার আহ্বান জানান।

আলোচনা শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর