কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিনম্র শ্রদ্ধায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় শোক দিবস পালিত

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২০, শনিবার, ৫:২৪ | বাজিতপুর 


স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।

দিনের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপপরিচালক, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ।

পরে বঙ্গবন্ধুর ব্যক্তি ও রাজনৈতিক জীবন দর্শন নিয়ে কলেজের সেমিনার রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার ভুঁইয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তার বাস্তবায়নে সকলের এক সাথে কাজ করতে হবে। তবেই তার আত্মদান স্বার্থক হবে।”

আলোচনা সভায় অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের প্রাক্তন পরিচালক বক্তব্য রাখেন।

এছাড়া দিনের অন্যতম কর্মসূচি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে হ্রাসকৃত ফি ৫০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখেন এবং সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।

ব্যাপকসংখ্যক রোগীর উপস্থিতি হাসপাতালের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে।

এছাড়া বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর