কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে টমটম-মোটর সাইকেল মুখোমুখি, নিহত ১, আহত ৩

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ২৮ জুন ২০২৪, শুক্রবার, ৮:২০ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে টমটম গাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন হাসান পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় পথচারী পৈলনপুর এলাকার রোকেয়া বেগম (৬০) এবং মোটর সাইকেলের অপর দুই আরোহী কাপাসিয়া উপজেলার আকবর আলি সিফাত (১৮) ও সানজিদ (১৯) আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটর সাইকেলে করে ইয়াছিন হাসানসহ তিনজন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল।

তারা বাজিতপুর উপজেলার পৈলনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যায়।

এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত পথচারী রোকিয়া বেগম, সিফাত, সানজিদকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর