কিশোরগঞ্জের কটিয়াদীতে চাচাতো বোনের সাথে বেড়াতে বের হয়ে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের নিচে চাপা পড়ে ইয়াছিন মিয়া (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
নিহত ইয়াছিন উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও বেপারী পাড়া গ্রামের নবী হোসেনের ছেলে। সে উত্তরগনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সোমবার (২৯ জুন) দুপুরে বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডের পূর্বপাশ থেকে মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল ইয়াছিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইয়াছিন তার চাচাতো বোনের সাথে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
ঘটনার পর চালক মোটর সাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সোবহান বলেন, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর ও মোটর সাইকেলটি আটক করা হয়েছে।