কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে ইউপি চেয়ারম্যানের শিশুপুত্র হত্যায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

 স্টাফ রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:২৬ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল মিয়ার পৌনে পাঁচ বছর বয়সী শিশুপুত্র আবির হত্যার ঘটনায় এক ইউপি সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়ার বড় ভাই নজরুল ইসলামের স্ত্রী রুনি বেগম (৪০), রুনি বেগমের মেয়ে নদী আক্তার (১৫), আশরাফ মিয়ার ছেলে নয়ন (১৯), আক্কাস মিয়ার ছেলে মোতালেব (২০), ইউপি সদস্য আলাল উদ্দিন (৫০) এবং ইউপি সদস্য আলাল উদ্দিনের ছেলে সাকিল মিয়া (৩০)।

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (২২ ডিসেম্বর) কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিন-দুপুরে গলা কেটে ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়ার পৌনে পাঁচ বছর বয়সী শিশুপুত্র আবিরকে হত্যা করা হয়।

গাজীরচর ইউনিয়নের বড় ঘাগটিয়া গ্রামে নিহত শিশু আবিরের চাচা নজরুল মিয়ার বাড়ির পিছনে গোঙানির শব্দ পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শিশুটিকে গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে স্বজনেরা শিশুটিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ইউপি চেয়ারম্যান মো. জুয়েল মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় গাজীরচর ইউনিয়নের তিন সদস্য আনার মিয়া, আলাল উদ্দিন ও রিটন মিয়াসহ বেশ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

এই মামলায় পুলিশ ইউপি সদস্য আলাল উদ্দিনসহ মোট ৬জনকে গ্রেপ্তার করে রোববার (২২ ডিসেম্বর) আদালতে পাঠিয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর