কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদী আওয়ামী লীগ সভাপতি ডা. শামসুল আলম গোলাপ আর নেই

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৫:১৬ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সদর ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব ডা. শামসুল আলম গোলাপ মিয়া (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ২:৪০ মিনিটে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত পক্ষাঘাতগ্রস্থ ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,  ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী ও অনুসারী রেখে গেছেন।

আলহাজ্ব ডা. শামসুল আলম গোলাপ মিয়া ছাত্র রাজনীতি থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দীর্ঘ ৪৩ বছর তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ট সহচর হিসাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ’৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে চরম সংকটময় দুর্দিনে তৃণমুল আওয়ামী লীগকে তিনি সংগঠিত করেছেন।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন প্রমুখসহ রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর