কটিয়াদীতে ১৩০ পিস ইয়াবাসহ মো. সরাজ ভুইয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ইয়াবাসহ আটক হওয়া মো. সরাজ ভুইয়া কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের পশ্চিম সহশ্রাম গ্রামের মৃত আফতাব উদ্দিন ভুইয়ার ছেলে। সে একজন ইয়াবা ব্যবসায়ী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম বাজার এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ মো. সরাজ ভুইয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. সরাজ ভুইয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।