'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়' স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) কটিয়াদী বাসস্ট্যান্ডে মানববন্ধন, পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
মানববন্ধনে নিসচা, পাঠক সংগঠন স্বজন সমাবেশ, সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতি ও হাইওয়ে পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে চলমান সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীর মাঝে কটিয়াদী রক্তদান সমিতি ঘোষিত ১২ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।