কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ডোবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

 রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৯ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:৪৯ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে ডোবার কচুরিপানার নিচ থেকে হারেছা বেগম (৪০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে মরদেহ উদ্ধারের পর শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত হারেছা বেগম উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গরহাটি গ্রামের মৃত আরজ আলীর স্ত্রী। সে চার সন্তানের জননী ছিল।

জানা যায়, বুধবার (১৬ অক্টোবর) রাতের কোন এক সময় ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় হারেছা বেগম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ছোট সন্তানেরা তাদের মাকে খোঁজাখুজি করে। বিকালে এলাকার কতক ছেলে ডোবা থেকে কচুরিপানা তুলতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে গৃহবধূ হারেছা বেগমের মরদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর বলেন, সংবাদ পেয়ে পুলিশকে খবর দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর