কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দেশবরেণ্য শিল্পপতি জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

 মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর | ১৯ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ৯:১২ | বাজিতপুর 


কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি জহুরুল ইসলামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে মৃত্যু বাষিকী উপলক্ষ্যে কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল এর আগে তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের আত্মীয় স্বজনেরা।

পরে মরহুমের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জহুরুল ইসলাম অ্যাডুকেশন কমপ্লেক্স এর আওতাভুক্ত ভাগলপুর নার্সিং কলেজ, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, হাফেজ আ. রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়, বাজিতপুর রাজ্জাকুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল এবং বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলাদাভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও আবাসন প্রকল্পের অন্যতম পথ প্রদর্শক শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলাম ছিলেন একজন সমাজ সেবক, দেশপ্রেমিক ও দানবীর৷ ১৯২৮ সালের ১ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন৷

উন্নত বিভিন্ন দেশ ভ্রমণের সময় তিনি যে অভিজ্ঞতার সঞ্চার করেছিলেন তার প্রেক্ষিতে দেশে তিনি প্রতিষ্ঠা করেন বিভিন্ন জনহিতকর কার্যক্রম৷ বিশ্বের কোথাও সেবামূলক কোন পদ্ধতি বা প্রক্রিয়া দেখলে তিনি তিনি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং দেশের কর্ণধারদের সাথে আলোচনা করে দেশে সেরকম কাজে হাত দিতেন৷

জহুরুল ইসলাম তাঁর জীবদ্দশায় তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠা করেছেন মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান৷

এ দেশের মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌছাতে বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বেসরকারি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করেন৷ এ কলেজে দেশ ও বিদেশের অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর চিকিৎসা বিদ্যা অর্জন করে দেশ ও বিদেশে মানুষের সেবা করে যাচ্ছেন৷

এছাড়া এলাকার দরিদ্র মানুষের শিক্ষা নিশ্চিত করতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করেন৷ শিল্পপতি জহুরুল ইসলাম দেশের দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলেন৷

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইস্টার্ন হাউজিং লি., বেঙ্গল ডেভলপমেন্ট কর্পোরেশন লি., দি মিলনার্স টিউবয়েলস লি,. এসেনশিয়াল প্রডাক্টস লি., নাভানা ইন্ডাস্ট্রিজ লি., ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল লি., ঢাকা ফাইবার্স লি., নাভানা ফার্মাসিউটিক্যালস লি., নাভানা লি., দি রিভার ভিউ লি., আফতাব বহুমুখী ফার্মস লি., দি মিলনার্স ইঞ্জিনিয়ারিং কো. লি., দি মিলনার্স লি., ইস্টার্ন এস্টেট লি., আলস লি. (অধুনা স্থগিত), ভাগলপুর ফার্মস লি., ভাগলপুর এস্টেট লি. (অধুনা স্থগিত), নাভানা স্পোর্টস লি. (অধুনা স্থগিত), ইসলাম ব্রাদার্স প্রপার্টিজ লি., আল-হামরা গ্লাস ইন্ডাস্ট্রিজ লি., দি মিলনার্স ইন্ডাস্ট্রিজ লি., দি মিলনার্স পাম্পস লি.৷

১৯৯৫ সনের ১৮ অক্টোবর দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬৭ বছর বয়সে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন এই কর্মবীর।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর