কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 আমিনুল ইসলাম, কটিয়াদী | ২৪ জুলাই ২০২৩, সোমবার, ৮:৪৪ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫০ পিস ইয়াবাসহ কৃষ্ণ ঘোষ (২৫), রুবেল (২৬) ও মিজান (৩২) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) দুপুরে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা থেকে তাদের আটক করা হয়।

কটিয়াদী মডেল থানার এসআই আজহারুলের ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে কৃষ্ণ ঘোষ কটিয়াদী পৌর এলাকার সঞ্জিত ঘোষের ছেলে, রুবেল কটিয়াদী পশ্চিম পাড়া এলাকার অহিদ মিয়ার ছেলে এবং মিজান কামারকোনা এলাকার মৃত মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, আটক হওয়া তিনজনই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

ইয়াবাসহ আটকের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর