কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে তিন দিনব্যাপী স্বাধীনতা বই মেলা উদ্বোধন

 স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:১২ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পাবলিক লাইব্রেরির সহযোগিতায় এবং দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে তিন দিনব্যাপী স্বাধীনতা বই মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই মেলা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

ফিতা কেটে উদ্বোধনের সময় ছোট্ট শিশু রিদকে কাছে টেনে নেন এমপি নূর মোহাম্মদ।

পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নূর মোহাম্মদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার তুলশি কান্তি রাউত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল হায়দার টিটু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, দীপশিখা সংস্কৃতি চর্চার সদস্য সচিব জিসান আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক বাবু প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মাশহুদা খানমের লেখা বই ‘ফ্রেন্ড রিকুয়েস্ট’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মেলায় ১৩টি স্টল বসেছে।

তিন দিনব্যাপী মেলা সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর