কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

 স্টাফ রিপোর্টার | ২ মার্চ ২০২০, সোমবার, ৭:৩০ | শিক্ষা  


কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা শহরের বত্রিশস্থ জেলা আইডিয়াল স্কুলে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

এই ফলাফল লিখিতভাবে প্রকাশের পাশাপাশি সংগঠনের অনলাইন পেজেও প্রকাশ করা হয়েছে।

এ বছর ট্যালেন্টপুলে ৩৪ জন, প্রথম গ্রেডে ৩৭ জন, দ্বিতীয় গ্রেডে ৩৩ জন, সাধারণ গ্রেডে ৫১ জন ও বিশেষ গ্রেডে ১৪৬ জন সহ মোট ৩০১ জন শিক্ষাথী বৃত্তি লাভ করেছে।

ফলাফল ঘোষণার সময় কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ শওকত উসমান, মহাসচিব মোঃ আনোয়ার হোসেন মেনন, সাংগঠনিক সম্পাদক মারিয়া সুলতানা ঝুমু, শিক্ষা সচিব মানসুরুল হক রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের মহাসচিব মোঃ আনোয়ার হোসেন মেনন জানান, বৃত্তি প্রাপ্তদের কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এককালীন নগদ অর্থ, সনদ ও পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জেলার অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে আট শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর