কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা দানবীর আজিম উদ্দিন আহাম্মদ এর ম্যুরাল ম্যুরাল উন্মোচন করা হয়েছে। বিদ্যালয়ের ১০৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উন্মোচন করেন প্রতিষ্ঠাতা দানবীর আজিম উদ্দিন আহাম্মদ এর নাত-বৌ সমাজসেবী মোছাম্মৎ জোবেদা খাতুন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট তারেক উদ্দিন আহমদ আবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, ড. এস এম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক, মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. আতাউর রহমান ও আজিজুল হক, সহকারী প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক হারুন-অর-রশীদ প্রমুখ ক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯১৬ সালের ২৮ জানুয়ারি টিনের একটি ঘরে যাত্রা শুরু করেছিল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। আজিম উদ্দিন উচ্চ ইংরেজি বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাঁতারপুর এলাকার আইনজীবী ও শিক্ষানুরাগী প্রয়াত মুন্সী আজিম উদ্দিন আহাম্মদ।