কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হাওরের অলওয়েদার সড়কে দেশের বৃহত্তম আল্পনা উৎসব উদ্বোধন

 বিজয় কর রতন, মিঠামইন | ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৯:২৬ | জাতীয় 


পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের অলওয়েদার সড়কে ১৪ কিলোমিটারজুড়ে দেশের বৃহত্তম আল্পনা উৎসব 'আল্পনায় বৈশাখ ১৪৩১' উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে মিঠামইনের জিরো পয়েন্টে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও আসাদুজ্জামান নূর এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডিএমপি’র ডিবি প্রধান মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা, পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, বাংলালিংক লিমিটেড এর চীফ হিউমেন রিসোর্স কর্মকর্তা মন্জুলা মোর্শেদ, বার্জার পেইন্ট লিমিটেড এর পরিচালক মহসিন হাবিব চৌধুরী, চিত্রশিল্পী মো. মনির উজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, মিঠামইন ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পরে প্রধান অতিথি আসাদুজ্জামান নূর এমপি মিঠামইন জিরো পয়েন্টে বিশেষ অতিথি ও অন্যদের সাথে নিয়ে আল্পনা উৎসব উদ্বোধন করেন।

এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশান ও বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে মিঠামইনে দেশের বৃহত্তম আল্পনা উৎসব 'আল্পনায় বৈশাখ ১৪৩১' অনুষ্ঠিত হচ্ছে।

'আল্পনায় বৈশাখ ১৪৩১' এ মিঠামইন জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার অংকন এর মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্বরেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ৬৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নিয়েছেন।

আগামী রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আল্পনা উৎসবের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর