কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এসএসসি’তে কিশোরগঞ্জ জেলায় এবারও সেরা সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

 স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, ৬:০৭ | শিক্ষা  


কিশোরগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে জেলার মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে কিশোরগঞ্জ জেলা শহরের সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে জেলার মধ্যে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এবারের এসএসসি পরীক্ষায় সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২০৫ জন ছাত্রী।

কিশোরগঞ্জ জেলায় এসএসসি’তে এবার মোট ১৩৭টি প্রতিষ্ঠান থেকে মোট ১৭২৭ জন জিপিএ-৫ লাভ করেছে।

এর মধ্যে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাধিক ২০৫ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩৭ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২জন ছাত্র।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর