কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে নিহত দুই, আহত দুই

 আবু হানিফ, পাকুন্দিয়া | ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:১১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটর সাইকেলে ঈদের ঘুরাঘুরি করতে গিয়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছে, নাঈম মিয়া (২৮) ও মো. শরীফ মিয়া (২২)। তাদের মধ্যে নাঈম মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ও মো. শরীফ মিয়া পাকুন্দিয়া পৌরসদর এলাকার পাইক লক্ষিয়া গ্রামের আবু কালামের ছেলে।

অন্যদিকে আহতরা হচ্ছে, লিজা (২৩) ও ফাহিম (২২)। তাদের মধ্যে লিজা পাকুন্দিয়া পৌরসদরে পাইক লক্ষিয়া এলাকার আবুল কালামের মেয়ে এবং ফাহিম উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম মিয়া ঘটনাস্থলে মারা যায়। এছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মো. শরীফ মিয়া মারা যায়।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেলের মধ্যে মো. শরীফ মিয়া ও তার বোন লিজা একটি মোটর সাইকেলের আরোহী ছিল। অন্যদিকে নাঈম মিয়া ও ফাহিম আরেকটি মোটর সাইকেলের আরোহী ছিল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া নামের এক যুবক মারা গেছে। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন জানান, মোটর সাইকেল দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মো. শরীফ মিয়া মারা যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর