কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও মো. হারুন-অর-রশিদ

 স্টাফ রিপোর্টার | ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৫:৫২ | শিক্ষা  


জাতীয় শিক্ষা পদক প্রদান উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাটাগরিতে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদ।

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে অষ্টগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউএনও মো. হারুন-অর-রশিদ অষ্টগ্রাম ‍উপজেলায় যোগদানের পর থেকে হাওর অধ্যুষিত এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। তাঁর উদ্যোগ ও তৎপরতায় দিনবদলের হাওয়া লেগেছে হাওরের এ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়।

অভিভাবকদের অনুপ্রাণিত করতে তিনি নিজের মেয়েকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সাজছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা। ফলে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন শুরু হয়েছে এক নবযাত্রা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর