কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ৩ হাজার ৬৮০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৯ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৩ হাজার ৬৮০ কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিযদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস।

উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার মোট ৩ হাজার ৬৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

নীতিমালা অনুযায়ী কৃষক পরিচিতি কার্ডধারী একজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সর্বোচ্চ জমির ১ বিঘা জমির গম বীজ ২০ কেজি, ১ কেজি সরিষা, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, সূর্ষমুখী বীজ ১ কেজি, চীনা বাদাম ১০ কেজি, মুসুর বীজ ৫ কেজি, খেসারী ৮ কেজি করে দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর