কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ২২ মাসের কারাদণ্ড

 মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর | ৮ জুন ২০২৪, শনিবার, ৯:০৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে শিপন মিয়া (২০) নামের এক যুবককে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। পথে শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও এক পর্যায়ে টানাহেঁচড়া করে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন শিপন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডলকে বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতার প্রমাণ পান।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল বখাটে শিপন মিয়াকে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর