কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে অসহায় এক হাজার পরিবার পেল রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী

 মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর | ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ৬:৫১ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে কোভিড-১৯, বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় এক হাজার পরিবারের মাঝে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ ইউনিট।

মঙ্গলবার (৩ নভেম্বর) হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেটে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল, আধ কেজি সুজি, ৪টি সাবান ও ২টি মাস্ক দেওয়া হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমান।

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, কামরুল ইসলাম উজ্জ্বল, ইউনিট লেভেল কর্মকর্তা মো. আব্দুল মোতালিব প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর