কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১৫০ জন এতিম, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা।
এতে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. ফারুক হোসেন নান্নু।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক মিজানুর রহমান নাঈম।
এ সময় ফ্রেন্ডস ক্লাবের রাহুল, শরিফ, সুজন, নবীন, হৃদয়, টুটুল, রুবেল, রকি, নাঈম, সৈকত, পল্লব, টিটু, সোহান, ইপেল, আরিফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।