কটিয়াদীতে বন্ধন ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৌর সদরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে মানবতার দেয়াল। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
মানবতার দেয়ালে যে কেউ তার অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যেতে পারবেন এবং প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতে পারবেন।
উদ্যোক্তারা বলছেন, আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা এই শীতে রাস্তার পাশে খালি গায়ে রাত কাটাচ্ছেন। তাদের দিকে ফিরে তাকানোর মানুষ আজকাল কমই পাওয়া যায়।
আমাদের অনেকেরই পুরনো অনেক জামা কাপড় রয়েছে, যেগুলো আমাদের কোন প্রয়োজনে আসে না। যার কারণে আমরা এই জামা কাপড়গুলোকে ফেলে দেই। আমরা আমাদের এই অপ্রয়োজনীয় জিনিসগুলো না ফেলে দিয়ে অসহায় মানুষদের যদি দিয়ে দেই, তাহলে হয়তো তাদের এই শীতের মধ্যে বস্ত্রহীন থাকতে হবে না।
এছাড়া আমরা যারা আজ একটু স্বাবলম্বী তারা যদি সবাই মিলে নিজের পকেট থেকে একশ’ টাকা করেও দেই, তাহলে আমাদের দেশে হয়তো কোন মানুষ আর এই শীতে বস্ত্রহীন থাকবে না। হয়তো কাউকে তিন বেলা খালি পেটে কিছু না খেয়ে থাকতে হবে না।
কটিয়াদীতেও এমন অনেক মানুষ রয়েছে যাদের এই শীতের রাতে বস্ত্রহীন রাত কাটাতে হয়। তাদের পাশে দাঁড়ালে মানবতারই জয় হবে।