কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


২য় বারের মতো করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হাবিবুর রহমান

 স্টাফ রিপোর্টার | ১ মে ২০২৪, বুধবার, ৭:৩১ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে করিমগঞ্জ উপজেলা হতে ২য় বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মো. হাবিবুর রহমান বাংলাদেশ স্কাউটস এর একজন উড ব্যাজধারী স্কাউটার। তিনি তাঁর নিজ বিদ্যালয় স্কাউট দলের ইউনিট লিডার হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অংশ নিয়ে থাকেন।

বিগত করোনাকালীন সময়ে নিজ ইউনিটসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে তিনি অংশ নিয়েছেন।

এছাড়া তিনি স্কাউটস এর জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশ নিয়েছেন।

মো. হাবিবুর রহমান কিশোরগঞ্জ জেলা স্কাউটস এর নির্বাহী কমিটিতে সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মো. হাবিবুর রহমান এর আগে ২০২৩ সালে করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও তার নেতৃত্বে পূর্বের স্কুল গুজাদিয়া আবদুল হেকিম মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর