কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০২৪, বুধবার, ৯:০৭ | রাজনীতি 


কমিউনিস্ট পার্টির ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে শোভাযাত্রা, গণসংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

বিকালে জেলা সিপিবি কার্যালয়ে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। গণসংগীত পরিবেশন করেন জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খান ও সহশিল্পীরা।

পরে শহরে শোভাযাত্রা বের করা হয়। স্লোগানে স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে জেলা সিপিবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস ও সৈয়দ নজরুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য ক্ষেতমজুর নেতা সেলিম উদ্দিন খান, জেলা কমিটির সদস্য শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ছাত্তার, জেলা কমিটির সদস্য কৃষক নেতা মোস্তফা কামাল নান্দু, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, শ্রমিক নেতা হাবিবুর রহমান হীরা, বৌলাই শাখার সম্পাদক মাহতাব উদ্দিন, পার্টি নেতা ফজলুর  রহমান, তাড়াইল শাখার নেতা আলী আকবর রাজ্জাকী প্রমুখ।

বক্তারা তাদের বক্তৃতায় পার্টির ইতিহাস-ঐতিহ্য, লড়াই-সংগ্রাম তুলে ধরে ভোট ভাত, কাজ মজুরী, গণতন্ত্র, সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা সিপিবি’র সহকারী সম্পাদক রন্জিত সরকার।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর