কিশোরগঞ্জের নিকলীতে ১০ কেজি গাঁজাসহ মো. মোহন (২৪) ও মো. জাহাঙ্গীর চৌধুরী (৩০) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ছাতিরচর পূর্ব গুদারাঘাটের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মোহন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং মো. জাহাঙ্গীর চৌধুরী নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
নিকলী থানার এসআই মাহমুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় মাদক বিক্রয় করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।