কিশোরগঞ্জের নিকলীতে ২০ বোতল ভারতীয় মদসহ ফরিদ মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা ট্রলার ঘাটে নিকলী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মাদক ব্যবসায়ী ফরিদ মিয়া উপজেলার ছাতিরচর ইউনিয়নের মধ্য ছাতিরচর গ্রামের মনসুর আলীর ছেলে।
নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহানের দিক নির্দেশনায় এসআই মো. কামাল হোসেন, এসআই মো. ইকবাল হোসেন, এএসআই সাকলাইন, এএসআই মাসুদ পারভেজ, এএসআই মো. আব্দুর রউফ ও এএসআই মো. আজিজুর রহমান এই অভিযানে অংশ নেন।
নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, ফরিদ মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের করচ গাছ সংলগ্ন ট্রলার ঘাটে নিকলী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে ম্যাকডুয়েলস ব্র্যান্ডের ২০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ফরিদ মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় নিকলী থানায় মামলা দায়েরের পর শুক্রবার (৯ জুন) তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।