কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে ২৩ জন অসুস্থ রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ

 সংবাদদাতা | ১৭ এপ্রিল ২০২৩, সোমবার, ৭:৪৩ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৩  জন অসুস্থ রোগীর মাঝে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হল রুমে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ ভূঁইয়া জনি, সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, উপজেলা সমাজসেবা অফিসার আশিফ ইমতিয়াজ মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৩ জন অসুস্থ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর