কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর সিংপুর গ্রামে বাড়ির পিছনে নদীর পানিতে ডুবে নিখোঁজ এক শিশুর লাশ প্রায় ছয় ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সিংপুর গ্রামের বড়হাটি এলাকার ধনু নদী থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে একই স্থানে ওই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।
ওই শিশুর নাম শাফায়াত (৫)। সে সিংপুর বড়হাটির কৃষক মজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির পিছনে অন্য শিশুদের সাথে নদীতে গোসল করতে নেমেছিল। কিছুক্ষণ নদীর কিনারে সাঁতরানোর পর তীব্র স্রোতের তোড়ে সে পানিতে ভেসে যায়।
পরিবারের লোকজন ও এলাকাবাসী প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী কিশোরগঞ্জ নিউজকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা সংবাদ পেয়ে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ১ ঘন্টার অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।