কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক মেহেদী হাসান রামীম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর এলাকার ঢেকিয়া বাইপাস বাচ্চু মিয়ার বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পিকআপের সাথে মোটর সাইকেলের সংর্ঘষে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় রামীম। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান রামীম হোসেনপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ঢেকিয়া এলাকার মো. লিকন মিয়ার ছেলে ও ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্যানেল মেয়র মো. লিমন মিয়ার ভাতিজা।
দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ন-১৭-৪০২০ ও টিভিএস নাম্বার বিহীন মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন মামলা করতে রাজি হয়নি বলে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানিয়েছেন।