কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি লিপি

 তাসলিমা আক্তার মিতু | ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৭:৩৯ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিদ্যালয়টির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এসময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সদস্য শাহ্ মাহবুবুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসতিয়াক আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ্, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক প্রচার সম্পাদক মো. শাহ আলম, সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মো. বদরুল আলম, রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তার, সিদলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আব্দুর রহমান বাদল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মো. বারিক মিয়া, সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ ছাড়াও আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সিদলা ইউনিয়নের তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এসময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম আহসান উল্লাহ্, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালমা আক্তার প্রমুখ ছাড়াও জেলা আওয়ামী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর