শোকাবহ আগস্ট পালন ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে কিশোরগঞ্জে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১৯ আগস্ট) বিকালে সদরের লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ.আর. খান উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন এলাকার কয়েক হাজার কৃষকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া হেভেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
সমাবেশ উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন।
সমাবেশে দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহৃ করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর এ দেশে একজন কৃষক বেঁচে থাকতে আওয়ামী লীগকে কোন অপশক্তিই নিশ্চিহ্ন করতে পারবে না।
বক্তৃতায় তিনিসহ অন্য বক্তারা আসছে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে কোনো নৈরাজ্যের প্রতিরোধে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।