কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ১২ জুলাই ২০২৩, বুধবার, ৮:৪২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার কিশোরী ধর্ষণের ঘটনায় মো. আলমগীর (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হোসেনপুর থানা পুলিশ। বুধবার (১২ জুলাই) সকালে উপজেলার জিনারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আলমগীর হোসেনপুর উপজেলার জিনারী এলাকার মো. বারেক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আলমগীর বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে বুধবার (১২ জুলাই) হোসেনপুর থানায় মামলা (মামলা নং- ০৩, তারিখ- ১২ জুলাই, ২০২৩ খ্রি. ২০০৩ (সংশোধনী- ২০২০) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা ) দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশে গঠিত হোসেনপুর থানার একটি চৌকস টিম এসআই মো. মিল্টন মিয়ার নেতৃত্বে আলমগীরকে গ্রেপ্তারের জন্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে আলমগীরকে হোসেনপুর উপজেলার জিনারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলমগীর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর