কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিনামূল্যে মহিলাদের কম্পিউটার-মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ৭:৪৭ | নারী 


কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ের মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় জেলা শহরে মহিলাদের বিনামূল্যে কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ও মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিউটাউন এলাকার এইচআরবি কম্পিউটার ট্রেনিং সেন্টার কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন-অর রশিদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামছুল ইসলাম খান মাছুম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর বিলকিছ বেগম।

অনুষ্ঠানে জানানো হয়, বিনামূল্যে প্রশিক্ষণ ছাড়াও মহিলাদের যাতায়াত ভাতা প্রদান করা হবে। প্রতি ব্যাচে ৩০ জন মহিলা প্রশিক্ষণে অংশ নিবেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর