কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে সিএনজি চাপায় শিশুর মৃত্যু

 নিকলী সংবাদদাতা | ২৭ জুলাই ২০২২, বুধবার, ৭:১১ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে জারা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নিকলী সদর ইউনিয়নের নগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জারা আক্তার নিকলী সদর ইউনিয়নের নগর অফিসপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হলেও চালক ঘটনার পর পরই গাঢাকা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগর ব্রিজের সামনের রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জ থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি শিশু জারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিকলী থানার ওসি মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর