কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আইজিপি কাপ যুব কাবাডির উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০২১, শুক্রবার, ৭:৩৯ | খেলাধুলা 


কিশোরগঞ্জে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।

এ সময় ক্রীড়া সংগঠক, সাংবাদিক, ক্রীড়ামোদি ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ইলহাম অটো রাইস মিলস লি. এর সহযোগিতায় প্রতিযোগিতায় জেলার ১৩টি উপজেলা বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বাজিতপুর উপজেলাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়েছে তাড়াইল উপজেলা।

এছাড়া সকালে গ্রুপ পর্বের আরো ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ফলাফল ছিল, করিমগঞ্জ ৪৪-১৭ কুলিয়ারচর, কিশোরগঞ্জ সদর ৫০-১৪ তাড়াইল এবং কিশোরগঞ্জ সদর ৩৩-০৪ কুলিয়ারচর।

এদিকে বালিকা বিভাগে কুলিয়ারচর উপজেলাকে ৪৫-১০ পয়েন্টে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা।

আরেক ম্যাচে কুলিয়ারচর উপজেলাকে ৩৬-১২ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর