কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্লাড ডোনারস সোসাইটি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ৯:০৮ | খেলাধুলা 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরকাওনা মুনিয়ারীকান্দা নকআউট ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার চরকাওনা মুনিয়ারীকান্দা ভলিবল খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চরকাওনা মুনিয়ারীকান্দা এলাকাবাসী এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনাল খেলায় স্থানীয় চরকাওনা মুনিয়ারীকান্দা ব্লাড ডোনারস সোসাইটি মুখোমুখি হয় কিশোরগঞ্জ কয়ারখালী ভলিবল একাদশের। এতে কয়ারখালী ভলিবল একাদশকে ১৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্লাড ডোনারস সোসাইটি ভলিবল একাদশ।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, নারান্দী ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর আলম মোনায়েম প্রমুখ।

জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ও রেফারিদের অংশগ্রহণে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করেন হাজারো ভলিবলপ্রেমী।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে ফাইনালে উঠে ব্লাড ডোনারস সোসাইটি ভলিবল একাদশ ও কয়ারখালী ভলিবল একাদশ।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে পুরস্কার হিসেবে মোটর সাইকেল উপহার দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর