“মুজিব বর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে কোভিড-১৯ টিকা গ্রহণ উদ্বুদ্ধকরণ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জে এম ইমরান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান।
অতিথিবৃন্দ সকলকে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।
পরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
আলোচনা সভা ও র্যালিতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
ভিডিও: