কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দৃষ্টিনন্দন পূর্ব-সাচাইল জামে মসজিদ উদ্বোধন

 আমিনুল ইসলাম বাবুল | ১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ১২:৪৪ | ইসলাম 


কিশোরগঞ্জের তাড়াইলে ‘আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট’ এর উদ্যোগে তাড়াইল-কেন্দুয়া সড়কের সাচাইল মহাজন বাড়ির সামনে নির্মিত দৃষ্টিনন্দন পূর্ব-সাচাইল জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পরে মসজিদটির উদ্বোধন করেন বায়তুল-মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।

তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পূর্ব-সাচাইল জামে মসজিদটি ১৩৭৩ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রথম যাত্রা শুরু করে। ২০১৯ খ্রিষ্টাব্দের ২৮ জুন মসজিদটির পুনঃনির্মাণ কাজ শুরু করা হয়।

এবার ‘আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট’ এর উদ্যোগে ও ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ইতোমধ্যে আধুনিক দ্বিতল ভবন ও ছয়তলা বিশিষ্ট মিনার ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক নির্মাণশৈলী। চারতলা ফাউন্ডেশনের এ মসজিদ কমপ্লেক্সটি ইতোমধ্যে দ্বিতীয় তলা পর্যন্ত নির্মিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট’ এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী সারোয়ার হোসেন লিটন, যুগ্মসচিব মো. সামির হোসেন সাকী, বরুহার পীর আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল বাশার, তাড়াইল বাজার বড় মসজিদের ইমাম হাফেজ মো. এমদাদুল্লাহ্, জনপ্রতিনিধি, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর