কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবারও ওমরাহ পুরস্কার

 মাহমুদুল হাসান | ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১১:৫৫ | ইসলাম 


কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে  হুফফাফুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে এ হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবারও প্রথম পুরস্কার হিসেবে থাকছে ওমরাহ করার সুযোগ। এছাড়া প্রত্যেক গ্রুপের বিজয়ীদের জন্য রয়েছে কয়েক লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ক্বেরাত সম্মেলনে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এছাড়া আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর প্রিন্সিপাল আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শাব্বির আহমাদ রশিদ, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা শোয়াইব আব্দুর রউফ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিবেন।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সহকারী শিক্ষা সম্পাদক হাফেজ ক্বারী নাজমুল হাসান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি, বাইতুল মোকাররম এর ভারপ্রাপ্ত খতীব মুফতি মিজানুর রহমান কাসেমী, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসীর উদ্দিন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর